Posts

Showing posts from August, 2022

মুভির প্রিন্টের সকল টার্ম | কোন প্রিন্ট দিয়ে কি বুঝায়

 🎬 মুভির প্রিন্টের সকল টার্ম | কোন প্রিন্ট দিয়ে কি বুঝায় | যেসব প্রিন্টের মুভির ডাউনলোড করা উচিৎ 🎬 সাবটাইটেল দিয়ে মুভি দেখবেন। অথচ ভুলভাল প্রিন্ট নামানোর পর হতাশ। তাদের জন্যও উপকারী এই আর্টিকেল! 🔔 প্রতিনিয়ত মুভি ডাউনলোডের ক্ষেত্রে একটি বিষয় নিয়ে সকলেই চিন্তিত। তা হলো মুভির প্রিন্ট। কোন প্রিন্ট ভালো , কোন প্রিন্ট মন্দ। কোনটি হল প্রিন্ট। কোনটি সবচেয়ে ভালো প্রিন্ট। অনেকেই না বুঝে মুভি ডাউনলোড করার পর প্রিন্ট খারাপ হলে উক্ত সাইট কে দোষারপ করেন। কিন্তু , এটা জানেন না যে , তিনি নিজেই ভুলবসত বাজে ফাইল ডাউনলোড করেছে। তাহলে করনীয় কি? এরকম অনেক প্রশ্নই মাথায় ঘুরেফিরে। তাই আমরা আজ সেসব কনফিউশন দূর করার চেষ্টা করবো। মুভির বিভিন্ন প্রিন্টঃ- যেমন একটি মুভির ফাইলের পুরো নামঃ 📽 The Matrix (1999) BluRay H264 (x264) .mkv 📽 The Matrix (1999) HDRip H265 (x265) .mp4 📽 The Matrix (1999) DVDRip XviD. avi উপরের ফাইলের নামগুলোর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। আপনার ফোনে বা পিসিতে যেকোন মুভির ফাইলের নামগুলো এরকম ই হয়। তো এগুলো দিয়ে কি বুঝায় , তাই আজ জানবো। ১। প্রথমেই রয়েছে মুভির নামঃ- The Matrix (1999) ...